ঝালকাঠিতে তেলবাহী বিস্ফোরণেকৃত জাহাজে তেল অপসারণ, মৃত্যু ৬জন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ আরও পাঁচজন মারা গেছে। তাঁরা ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তাঁদের মৃত্যু হয়।
বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ জাহাজ থেকে ৯ লক্ষ লিটার জালানী তেল পদ্মা ডিপোর রিজার্ভে নেয়া হয়েছে।ক্ষতিগ্রস্থ জাহাজে পাম্প অচল থাকায় একই প্রতিষ্ঠানে অন্য একটি খালি জাহাজে ওটি সাগর নন্দিনী জাহাজ থেকে তেল এই জাহাজে নেয়া হয় এবং সেখান থেকে ডিপোতে নেয়া হয়।
যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন আশিকুর রহমান (২৫), মেহেদী হাসান (২৮), শহিদ তালুকদার (৪০), মো. পিরন (৪০) ও মো. রনি (২৭)।
গত ১২ নভেম্বর সকালে ঝালকাঠির সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় নোঙর করে রাখা ‘সাগর নন্দিনী-৩’ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ঘটনাস্থলেই জাহাজের সুকানি কামরুল ইসলামের মৃত্যু হয়।এ নিয়ে এ ঘটনায় ৬জনের মৃত্যু হলো।
বার্ন ইউনিট সূত্র জানিয়েছে, জাহাজে বিস্ফোরণে দগ্ধ হয়ে মোট সাতজন হাসপাতালে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের মধ্যে ইমাম উদ্দিন ও রুবেল নামের দুজনকে ছেড়ে দেওয়া হয়।ঝালকাঠি পদ্মা অয়েল কম্পানির কর্মী আব্দুস সালাম জানান, জাহাজটি প্রায় ১৫ লাখ লিটার পেট্রল, অকটেন ও ডিজেল নিয়ে ঝালকাঠির পদ্মা অয়েল কম্পানির সামনে সুগন্ধা নদীতে নোঙর করা ছিল। পেট্রল ও অকটেন খালাস শেষে ডিজেল খালাসের প্রস্তুতি চলছিল।জাহাজটিতে নাবিকসহ মোট ১৩ জন কর্মী ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »