পাচারকৃত অর্থ ফেরাতে বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত

বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া অবৈধ অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির বাণিজ্যমন্ত্রী ও বোর্ড অব ট্রেডের সভাপতি জোনাথন রেনল্ডস

ইউরোপ ডেস্কঃ বুধবার (১১ জুন) ব্রিটিশ পার্লামেন্টে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টা, বিশেষ করে ব্যাংক খাত সংস্কার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনীতির ভারসাম্য রক্ষার বিষয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব জানান, সাক্ষাৎকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে—বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ ও বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) শুরুর প্রস্তাব দেন। তিনি জানান, ঢাকা ইতোমধ্যে জাপানসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে এ ধরনের আলোচনা শুরু করেছে।

যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারা কুকও এ বৈঠকে অংশ নেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »