জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে বিভিন্ন রাজনৈতিক দল ও পৌরসভার হাট বাজার ইজারাদারদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে লালমোহন পৌরসভার হলরুমে মতবিনিময় করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক শাহ মো. আজিজ।
এসময় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, উপজেলা যুবদল সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির ইমরানসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পৌরসভার হাট-বাজারের ইজারাদাররা উপস্থিত ছিলেন।
সভায় হাট-বাজার ইজারা ও টোল আদায়ের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন পৌরসভার নির্বাহী কর্মকতা মো. আরিফ হোসেন।
সভায় পৌর শহরে ব্যাটারী চালিত অটো রিক্সা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের স্ট্যান্ড ইজারা দেওয়া হয়নি বলে জানানো হয় এবং এসব থেকে টোল উত্তোলন না করার বিষয়ে ইজারাদারদের কে নির্দেশনা দেয়া হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস
লালমোহনে ইজারাদারদের সাথে পৌর প্রশাসকে মত বিনিময়
