অস্ট্রিয়ায় ট্রেনে যাত্রীর সংখ্যা বৃদ্ধি

২০২৪ সালে অস্ট্রিয়ায় মোট ৫০০ মিলিয়ন (৫০ কোটি) এর ওপরে মানুষ অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে ব্যবহার করেছেন

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (১১ এপ্রিল) অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের (ÖBB) সূত্রে জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রোনেন ছাইতুং (Kronen Zeitung) এতথ্য জানায়।

সংবাদমাধ্যমটি জানায়,প্রথমবারের মতো অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে (ÖBB) ২০২৪ সালে অর্ধ বিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করেছে। গত বছর, ৫১১.৩ মিলিয়ন মানুষ ÖBB ট্রেন এবং বাসে ভ্রমণ করেছে, শুক্রবার ÖBB আনুষ্ঠানিকভাবে এতথ্য ঘোষণা করেছে।

এই বিশাল যাত্রী পরিবহনের মাধ্যমে ÖBB কর-পূর্ব আয় (EBT) পূর্বের বছরের তুলনায় ২ মিলিয়ন থেকে বেড়ে ১১৩.৬ মিলিয়ন ইউরো হয়েছে। ÖBB গ্রুপের মোট আয় উল্লেখযোগ্যভাবে ১৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ৯ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। কিন্তু গ্রুপের খরচও ১৪.৭ শতাংশ বেড়ে প্রায় ৮.৩ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। সুদ ও কর-পূর্ব আয় (EBIT) ছিল ৭০৮ মিলিয়ন ইউরো।

“২০২৪ সাল ছিল অনেক চ্যালেঞ্জের বছর – বৃষ্টি জনিত শতাব্দীর ভয়াবহ বন্যায় অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের ট্যানেলে পানি প্রবেশের ফলে ব্যাপক ক্ষতি সাধন হয়। তবে এই ক্ষতির মধ্যেও সাফল্যও ছিল,” ÖBB-এর সিইও (CEO) আন্দ্রেয়াস ম্যাথার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান। গত বছর অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে.মোট ১৭২.৮ মিলিয়ন ট্রেন কিলোমিটার ভ্রমণ করেছে, যা ২০২৩ সালের আগের বছরের তুলনায় ৪.২ শতাংশ বেশি।

স্থানীয় পরিবহনে প্লাস: মোট যাত্রী সংখ্যা ১ কোটি ৭৭ লক্ষ বা ৩.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ স্থানীয় রেল পরিবহনে ৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫৪.৩ মিলিয়ন যাত্রী হয়েছে।

বন্যার কারণে দূরপাল্লার রেল চলাচল ব্যাহত হয়েছে। ৪ কোটি ৬০ লক্ষ লোককে দূরপাল্লার রেল পরিষেবায় পরিবহন করা হয়েছিল, যা পূর্ববর্তী বছরের তুলনায় কিছুটা কম ছিল, যা ÖBB বন্যা বিপর্যয়ের জন্য দায়ী করে। ডাক বাস পরিবহনে, যাত্রী সংখ্যা ২.১ শতাংশ কমে ২১ কোটি ১০ লক্ষে দাঁড়িয়েছে। এখানে তীব্র প্রতিযোগিতার দায়।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »