ঝালকাঠি প্রতিনিধিঃ তারুন্য উৎসব ২০২৫ উপলক্ষে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ঘুড়ি উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বেলা ২.৩০ থেকে বিকাল ৪ টা পূর্যন্ত ৬০ জন তরুন এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে । ঝালকাঠি শহরে সিটিপার্কে এলাকার মৃদুল খান প্রথম , দ্বিতীয় মো: ্আরিফ হাওলাদার এবং মো: জিম তৃতীয় হয়েছে ।
এদেরকে ব্যতিক্রমধী পুরুষ্কার দেওয়া হয়েছে । প্রথম স্থান অধিকারীকে একটি খাসি দ্বিতীয় বিজয়ীকে একটি রাজহঁাস এবং তৃতীয় প্রতিযোগীকে মোরগ দেওয়া হয়েছে । ঝালকাঠির জেলা প্রশাসক মো: আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে এই উৎসবের উদ্ধোধন ও ঘুড়ি উৎসব উ্পভোগ করেন ।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: কাওসার হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান বিশেষ অতিথি ছিলেন । অন্যদের মধ্যে স্বাগত ব্যক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদ। প্রতিযোগিতা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মো: কাওসার হোসেন পুরুষ্কার প্রদান করেন । জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করেছেন।
বাধন রায়/ইবিটাইমস