এবছর ৫ লাখ অস্ট্রিয়ান জলবায়ু বোনাস পাবে

৫,০০,০০০ অস্ট্রিয়ান এবছর জলবায়ু বোনাস (Klimabonus) পাবে জনপ্রতি ১৪৫ থেকে ২৯০ ইউরোর মধ্যে

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (৩১ জানুয়ারি) অস্ট্রিয়ার পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এপিএ এতথ্য জানায়। এপিএ আরও জানায় আগের বছরের মতো, ২০২৪ সালের জলবায়ু বোনাস দুটি তরঙ্গে পরিশোধ করা হবে। শরৎকালে প্রথম তরঙ্গের সফল অর্থ প্রদানের পর, দ্বিতীয় তরঙ্গের অর্থপ্রদান শুরু হবে আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৫ থেকে।

আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে,২০২৪ সালের জন্য জলবায়ু বোনাসের দ্বিতীয় তরঙ্গ পরিশোধ করা হবে। এটি সেই লোকেদের প্রভাবিত করবে যারা গত ২ জুলাই প্রথম সময়সীমা অনুযায়ী এখনও এনটাইটেল হয়নি বা যাদের আঞ্চলিক বিভাগ এখনও সংগ্রহ করা যায়নি।

পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের একটি বিবৃতি অনুসারে,এই বোনাস প্রায় পাঁচ লাখ মানুষকে দেয়া হবে। বোনাসের অর্থের পরিমাণ প্রায় ৯৬ মিলিয়ন ইউরো। প্রথম পর্বে প্রায় ৮.৭ মিলিয়ন মানুষ জলবায়ু বোনাস পেয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য মতে, যারা ২০২৪ সালের প্রথমার্ধে তাদের মূল বাসস্থান পরিবর্তন করেছে বা অস্ট্রিয়ায় বাহির থেকে ফেরত এসেছে তারা এখন এই বোনাস
প্রাপ্তির যোগ্য বলে বিবেচিত হবে। এই সময়ের নবজাতক শিশুরাও এর অন্তর্ভুক্ত হবে।

প্রায় ৪,০০,০০০ (চার লাখ) মানুষ জলবায়ু বোনাস ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পাবেন, যা একদিনের মধ্যেই পৌঁছে যাবে। বাকি ১,০০,০০০ (এক লাখ)
মানুষ পোস্টের মাধ্যমে ভাউচার পাবেন। পোস্টের মাধ্যমে ১২ মার্চ থেকে শুরু ভাউচার প্রদান শুরু করা হবে।

মন্ত্রণালয় আরও জানায়,এই জলবায়ু বোনাস কার্বন-ডাই অক্সাইড (CO2) ট্যাক্স থেকে আয় করা অর্থ পুনরায় জনগণের কাছে বিতরণ করা হবে। অধিকাংশই এই বোনাস পাবে ১৪৫ ইউরো।

আপনি যে অঞ্চলে বাস করেন সেখানে পাবলিক ট্রান্সপোর্ট কতটা ভাল তার উপর নির্ভর করে, ৫০ থেকে ১৪৫ ইউরোর মধ্যে একটি অতিরিক্ত আঞ্চলিক ক্ষতিপূরণ রয়েছে। এই বোনাসের অর্থপ্রদান স্বয়ংক্রিয়ভাবে করা হবে সরকারের রেকর্ড অনুযায়ী।

পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় আরও জানায়,এই বোনাসের জন্য কোনও আবেদন করতে হবে না।

এই বোনাস সম্পর্কে যারা আরও বিস্তারিত জানতে চান,তারা নিম্নের ওয়েবসাইটে বিস্তারিত দেখে নিতে
পারেন।

https://www.klimabonus.gv.at

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »