ভিয়েনা-ফেভারিটেনের 17A এবং 70A লাইনে ইলেকট্রনিক বাস (ই-বাস) চালু হয়েছে
ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভিয়েনার গণ পরিবহন সংস্থা Wiener Linien এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
ভিয়েনার পরিবহন বিষয়কক সিটি কাউন্সিলর পিটার হ্যাঙ্কে (SPÖ) স্বাক্ষরিত উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৫ সালের শেষ নাগাদ, আমরা আমাদের সম্পূর্ণ বাস বহরের প্রায় এক পঞ্চমাংশকে নির্গমন-মুক্ত ড্রাইভে রূপান্তরিত করব। এইভাবে, আমরা কার্যকরভাবে কার্বন-ডাই অক্সাইড CO2) নিয়ন্ত্রণ করছি এবং ভিয়েনার মানুষের জন্য আরও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করছি।”
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ তাদের এক প্রতিবেদনে জানায়, ভিয়েনা শহর দুটি নতুন ই-বাস লাইন পেয়েছে। এগুলি ফেভারিটেনের দক্ষিণে 17A এবং 70A লাইন।
এপিএ আরও জানায়,মার্সিডিজ কোম্পানির ব্যাটারি চালিত ইলেকট্রিক বাসগুলোকে ওভারলা (Oberlaa) সাবওয়ে স্টপে একটি কুইক-চার্জিং স্টেশনে প্রতিটি ল্যাপের পরে প্রায় এক চতুর্থাংশের জন্য রিচার্জ করা হয়। আর রাতে বাসগুলো ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের Siebenhirten এ অবস্থিত কেন্দ্রে যায়।
কবির আহমেদ/ইবিটাইমস