ভিয়েনার গণপরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ লাইন পাতাল রেল U1 পুনরায় স্বাভাবিক চলাচলের খবরটি অনেক ভিয়েনাবাসীর জন্য স্বস্তি নিয়ে আসবে
ভিয়েনা ডেস্কঃ বুধবার (২৭ নভেম্বর) ভিয়েনার গণপরিবহন সংস্থা ভিয়েনার লিনিয়েন (Wiener Linien) এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৯ নভেম্বর) থেকে U Bahn (মেট্রোরেল) U1 পুনরায় সম্পূর্ণ রুটে চলাচলের কথা জানায়।
উল্লেখ্য যে,গত ২০ নভেম্বর U1 লাইনের যাত্রীবিহীন একটি মেট্রোরেল ভিয়েনার সেন্ট্রাল রেল স্টেশনের কাছে পাতালে বৈদ্যুতিক ত্রুটির জন্য আগুনে ভষ্ষিভূত হয়ে যায়। এই দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। দুর্ঘটনার পর পরই ভিয়েনার এক নাম্বার ডিস্ট্রিক্টের Karlsplatz থেকে ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের Reumannplatz পর্যন্ত বন্ধ ঘোষণা করে হয়।
ভিয়েনার লিনিয়েন জানায়,ভিয়েনার U1 এ আগুন লাগার পর, পাতাল রেল লাইন আগামী শুক্রবার থেকে স্বাভাবিক পরিষেবায় ফিরে আসবে৷ ভিয়েনার লিনিয়েন বুধবার এ ঘোষণা দেন। এর মানে হল কেপলারপ্লাটজ থেকে স্টেফান্সপ্ল্যাটজ স্টেশনগুলি আবার যাত্রীদের চলাচলের জন্য খুলে দেয়া হবে।
ভিয়েনার লিনিয়েন আরও জানায়,ক্ষতিগ্রস্ত রুটে মেরামতের কাজ এবং নিরাপত্তা পরীক্ষা ভালোভাবে চলছে। পরিবহন কর্তৃপক্ষের মতে, শত শত কর্মচারী খারাপভাবে ক্ষতিগ্রস্ত রুট মেরামত করতে, নিরাপত্তা পরীক্ষা চালাতে এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত পরীক্ষাগুলি সম্পন্ন করতে দিনরাত কাজ করছেন। এর ফলে পরিকল্পিত সময়ের আগেই অপারেশন শুরু করা সম্ভব হচ্ছে। মূল পূর্বাভাস ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহের জন্য।
কবির আহমেদ/ইবিটাইমস