স্পোর্টস ডেস্ক: প্যারাগুয়ের বিপক্ষে আগের ম্যাচে হেরে যাওয়া আর্জেন্টিনা জয়ে ফিরল। ঘরের মাঠে অপেক্ষাকৃত কম শক্তির পেরুর বিপক্ষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে লাউতারো মার্তিনেজের একমাত্র গোলে।
বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে বুয়েইন্স আইরেসে ম্যাচের ৫৫ মিনিটে ম্যাচ জেতানো গোল করেন মার্তিনেজ। তাকে বলের যোগান দেন দলের সেরা তারকা লিওনেল মেসি। এই জয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে টেবিলের শীর্ষেই থাকল লিওনেল স্কালোনির দল।
প্যারাগুয়ের মাঠে গিয়ে আগের ম্যাচে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা, দলের পারফরম্যান্স ছিলো হতাশাজনক। এদিন তাই ঘরের মাঠে মরিয়া হয়ে খেলতে নামে তারা। তবে প্রথমার্ধে আর্জেন্টিনাকে রুখে দেয় পেরু।
বিরতির পর অবশ্য আর আটকে রাখতে পারেনি। বক্সে ঢুকে যাওয়া মার্তিনেজের উদ্দেশ্যে চিপ করে বল যোগান দেন মেসি। উড়ন্ত বলেও শূন্যে লাগিয়ে বা পায়ের শটে জালে জড়ান ইন্টার মিলান স্ট্রাইকার।
বাছাইপর্বে আগের দেখায় পেরুর মাঠে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেদিন থেকে নিজেদের মাঠে ব্যবধান কম হওয়ায় কিছুটা খেদ থাকতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের।
এই জয়ের পর ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহত থাকল আর্জেন্টিনার। অন্য দিকে বাছাইপর্বে মাত্র এক জয়ে ৭ পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করা পেরু আছে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়।
এদিকে, ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। চলতি বছর মহাদেশীয় আসরে শেষ চারেও যেতে পারেনি ব্রাজিল। হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। বছরের শেষ ম্যাচেও সেই একই প্রতিপক্ষের কাছে হতাশাজনক এক ড্র করেছে সেলেসাওরা।
অবশ্য পিছিয়ে থেকে ম্যাচে ফিরে আসাটাও ব্রাজিলের জন্য এই ম্যাচে কম প্রাপ্তির নয়। প্রথমার্ধে আক্রমণভাগে ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় গোল হজম করতে হয় তাদের। সেখান থেকেই অবশ্য ফিরে এসেছে তারা। দর্শনীয় দুই গোল অবশ্য চোখের সামনে দেখেছেন ভক্তরা। গোল পরিশোধের পর ব্রাজিলের চিরায়ত আক্রমণাত্মক ফুটবলও দেখা গেছে। কিন্তু ফরোয়ার্ড লাইনের দুর্বলতায় আরও একবার হতাশ হতে হয়েছে তাদের।
উরুগুয়ে অবশ্য ব্যস্ত সময় পার করেছে রক্ষণে। ফেদে ভালভার্দের একমাত্র ফ্রি-কিক ছাড়া বলার মতো আক্রমণই ছিল না দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের। লাতিনের দুই ফুটবল পরাশক্তির লড়াইটা প্রথমার্ধ শেষে থাকল গোলশূন্য। খেলা শেষ হলেও জয়ের দেখা পাইনি কোনো দল। ফলে হতাশা নিয়ে বছর শেষ করল ব্রাজিল।
ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন