জুলাই বিপ্লবে শহীদ ঝিনাইদহের ২ পরিবারের পাশে বিএনপি

ঝিনাইদহ প্রতিনিধি: ছাত্র আন্দোলনে শহীদ প্রকৌশলী রাকিব ও শহীদ সাব্বিরের পরিবারকে সান্ত্বনা ও সহানুভূতি জানিয়ে ‘আমরা বিএনপি’ পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন,‘আমরা আপনাদের সন্তানদের ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু তারা দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

রোববার (১০ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন তারেক রহমানের পক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করেন।

আতিকুর রহমান রুমন বলেন,দ্বিতীয় স্বাধীনতার ক্ষেত্র তৈরি করেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় ২৪শে আগস্ট-জুলাই বিপ্লব ঘটেছিল। বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন,তারা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার বদৌলতে দেশ সংস্কারে এগিয়ে নিচ্ছেন।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,যারা পুলিশের গুলিতে শহীদ বা আহত হয়েছেন তাদের সবার আর্থিক সহায়তা দরকার নেই। বরং যে পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি হারিয়ে আজ অসহায় তাদের সহায়তা করুন, সেই পরিবারের সদস্যদের চাকরি দেন।

রুমন বলেন,বিএনপির সুদিন এলে শহীদ রাকিব ও শহীদ সাব্বিরের নামে বিভিন্ন সড়ক ও সরকারি-বেসরকারি স্কুল বা প্রতিষ্ঠানের নামকরণ করে তাদের আত্মত্যাগকে স্বীকার করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব শহীদ পরিবারের পাশে আছে এবং সব সময় থাকবেন।

অনুষ্ঠান শেষে দুই শহীদ পরিবারের মা-বাবার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ আর্থিক অনুদান পৌঁছে দেন এবং শহীদ রাকিবের মাজার জিয়ারত করেন তিনি।

এসময় এক অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রাশিদুজ্জামান মিল্লাত,বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক বুয়েট ছাত্র নেতা প্রকৌশলী হাসনাইন মনজুর ইমন,ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড এম মজিদ,সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,আমরা বিএনপির পরিবারের সদস্য শাহাদাত হোসেন,মোস্তাফিজ বিল্লাহ, ফরহাদ আলী,কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার,যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব,ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মেসবাহ,ঝিনাইদহ বিএনপির মুন্সি কামাল আজাদ পান্নু,আব্দুল মজিদ বিশ্বাস,সাজেদুর রহমান পাপপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেখ ইমন/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »