টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে জার্মানী ও অস্ট্রিয়ার সম্মিলিত জুটি রাফি ও সোহাগ জুটি
ভিয়েনা ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের মাক্স স্পোর্টস সেন্টারে এই আকর্ষণীয় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। সারাদিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অস্ট্রিয়ার বৃহত্তর সিলেট বিভাগের সমিতি “জালালাবাদ সমিতির” সাবেক সাধারণ সম্পাদক হাফেজ জাহেদ আহমেদ।
সমিতির সভাপতি অসিউর রহমানের সভাপতিত্বে কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে টুর্নামেন্টটি পরিচালনা এবং আনুষ্ঠানিক বিষয়াদি সম্পাদন করেন সাধারণ সম্পাদক শাহ জাকি।
টুর্নামেন্টে অস্ট্রিয়া সহ ইউরোপের একাধিক দেশ থেকে মোট ১৬টি জুটি অংশগ্রহণ করে। প্রথম পর্বে ১৬টি জুটি মোট ৪টি গ্রুপে বিভক্ত হয়ে লীগ পদ্ধতিতে খেলে।
চমৎকার ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে ফাইনালে উঠে লন্ডন থেকে আগত সোহান ও ময়নুল জুটি। ফাইনাল খেলায় তারা জার্মানি থেকে আগত রাফি
ও ভিয়েনার বিডিএসএফ এর সোহাগ এর সম্মিলিত জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে। টুর্নামেন্টের ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন লন্ডন থেকে আগত সোহান।
খেলাশেষে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ভিয়েনার বাংলাদেশ দূতাবাসের
কাউন্সিলর ও দূতালয় প্রধান তানভীর আহমেদ তরফদার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূতাবাস ও স্থায়ী মিশনের প্রথম সদস্য সচিব
মুহাম্মদ জিহাদুল ইসলাম চৌধুরী।
টুর্নামেন্টের খেলা উপভোগ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ সমিতির সাবেক তিনবারের ক্রীড়া সম্পাদক শামীম মোহাম্মদ,
বিডিএসএফ এর সভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সাবেক সভাপতি জাফর ইকবাল বাবলু,অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ইলেকট্রনিকস ব্যবসায়ী জাকারিয়া সাইমুন প্রমুখ।
টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনা করতে আরও যারা বিশেষভাবে সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম খন্দকার শাহেদ,রুহুল আমিন,ইমন,রুমে,সোয়েব, খালেদ,জাবের,জুনেল,এরশাদ।
জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান,সিনিয়র সদস্য মনজুরুল খাঁন মঞ্জু, সমিতির সাবেক সভাপতি লিটন চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।
কবির আহমেদ/ইবিটাইমস