ইতালি বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালির ভেনিস শাখা কর্তৃক আয়োজিত ঢালী রেস্টুরেন্ট এর হল রুমে ভেনিস শাখা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল চৌধুরী ও যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এর যৌথ পরিচালনায় ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন।
ভেনিস শাখা যুবদলের সভাপতি মোহাম্মদ আকবর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি (সাবেক এমপি) শফিকুর রহমান কিরণ ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছেন ভেনিস বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন শরীয়তপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েল মাঝি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভেনিস বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জব্বার মাঝি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি বাসার সরদার, সহ-সভাপতি যুবরাজ দেওয়ান, শরীফ মেধা, আক্তার মোল্লা, মনসুর পেদা , দিদারুল আলম, হাবিব সিকদার, জসীম উদ্দীন।
এছারা বক্তব্য রাখছেন যুবদলের সহ-সভাপতি মিন্টু বেপারী, রুজেল রহমান, সাদ্দাম হোসেন, রামীম দেওয়ান, মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোহাম্মাদ উল্লাহ্ সোহেল/ইবিটাইমস