হবিগঞ্জ প্রতিদিনঃ হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টিকারী ও হত্যা মামলায় পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলট।
বুধবার (৪ সেপ্টেম্বর) র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল হবিগঞ্জ সদর মডেল থানাধীন অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টিকারী পলাতক আসামি কাশেম মিয়া (২৭) ও চুনারুঘাট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে একটি হত্যা মামলার পলাতক আসামী আব্দুল হক (৪০) কে গ্রেফতার করে। কাশেম মিয়া বানিয়াচং থানার মৃত লাল মিয়ার ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাশকতা করার দায়ে তার নামে হবিগঞ্জ সদর মডেল থানায় রয়েছে। অপরদিকে আব্দুল হক চুনারুঘাটের আলীম উল্লাহ’র ছেলে। তার নামে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা রয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধা ৭টা থেকে ৮টায় শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি যৌথ দল হবিগঞ্জ মডেল থানা ও চুনারুঘাট থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস