চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ভরবো মাছে মোদের দেশ’, ‘গড়বো স্মার্ট বাংলাদেশ’ শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চরফ্যাসনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জণে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১জুলাই) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা আয়োজিত হয়।
চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকের সভাপতিত্ব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর কুকরী-মকুরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, চর মাদ্রাজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাহাউদ্দিন জসিম সরমান, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মো. শাহাজাহান মিয়া, সাধারন সম্পাদক মফিজুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, মৎস্য চাষী, জেলে, মৎস্যজীবি, মৎস্য ব্যবসায়ীসহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক, মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষন, আবাসস্থলের সুরক্ষা, নাব্যতা বৃদ্ধি, সময়মত ভিজিএফ প্রদান বিভিন্ন বিষয় আলোচনা করেন।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস