হামাস প্রধান হানিয়াহকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক

সিএনএন জানিয়েছে,হোয়াইট হাউস হামাস নেতা হানিয়াহের মৃত্যু সম্পর্কে অবহিত,তবে এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য করতে রাজি হয়নি

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (৩১ জুলাই) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহকে “জঘন্য” হত্যার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সমবেদনা জানাই যারা তাদের নিজস্ব রাষ্ট্রের ছাদের নিচে তাদের মাতৃভূমিতে শান্তিতে বসবাস করার জন্য হানিয়াহের মতো হাজার হাজার শহীদকে উৎসর্গ করেছেন।”

বিবৃতিতে বলা হয়েছে, হানিয়েহের হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকারের শান্তি অর্জনের কোনো ইচ্ছা নেই।আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে থামাতে পদক্ষেপ না নিলে এই অঞ্চল আরও বড় সংঘাতের সম্মুখীন হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

“তুর্কি ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত কারণকে সমর্থন করতে থাকবে,” বিবৃতিতে যোগ করা হয়েছে। হানিয়েহকে হত্যার লক্ষ্য গাজার বাইরেও আঞ্চলিক পরিসরে সংঘাতকে প্রসারিত করা, এতে বলা হয়েছে।

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস বুধবার ভোরে ঘোষণা করেছে যে ইরানের রাজধানী তেহরানে তার বাসভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ইসমাইল হানিয়াহ নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও হানিয়াহের মৃত্যুর খবর দিয়েছে, উল্লেখ করেছে যে এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং শীঘ্রই ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানায়, হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহের হত্যা সম্পর্কে অবগত হোয়াইট হাউস।

বুধবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে যে,হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যা সংক্রান্ত রিপোর্ট সম্পর্কে অবগত, কিন্তু এখনও কোনো
আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস বুধবার ভোরে ঘোষণা করেছে যে ইরানের রাজধানী তেহরানে তার বাসভবনে ইসরায়েলি বিমান হামলায় হানিয়াহ নিহত হয়েছেন।

“হোয়াইট হাউস ইরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েহকে হত্যার রিপোর্ট দেখেছে, একজন মুখপাত্র বলেছেন তবে তাৎক্ষণিকভাবে আরও মন্তব্য করতে অস্বীকার করেছেন,” সিএনএন জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও হানিয়াহের মৃত্যুর খবর দিয়েছে, উল্লেখ করেছে যে এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে।
ইসরায়েল হত্যার বিষয়ে তাৎক্ষণিক কোনো ঘোষণা দেয়নি।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »