ঝালকাঠিতে শুরু হয়েছে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা 

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তন চত্বরে প্রতিবছরের ন্যায় এবছরও শুরু হয়েছে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা। বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল সাড়ে ১০টায় বৃক্ষ মেলা উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ভাচুর্য়ালী প্রধান অতিথি ছিলেন।

উদ্ভোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রুহুল আমিনের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখছেন বরিশাল বিভাগীয় সামাজিক বন বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম। এরপরে অতিথিরা বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেন এবং মেলায় আগত বিভিন্ন প্রজাতির গাছের সাথে পরিচিত হন। মেলায় ২০টি স্টলে কয়েক শত গাছ বনজ ও ফলজ এবং ঔষধি এবং ফুল ও ক্যাকটাস জাতীয় গাছের চারা প্রদর্শণ ও বিক্রয় করা হচ্ছে। ঝালকাঠির সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসন এর আয়োজন করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, এখন বৃক্ষ রোপনের ভরা মৌসুম এবং আমাদের এখনি যার যেখানে যেধরণের বৃক্ষ রোপন সোভা পায় সেখানেই বৃক্ষ রোপন করে গ্রীন হাউজ এ্যাফেক্ট মোকাবেলায় পরিবেশ রক্ষায় এই কাজটি সুচারু এবং পরিকল্পিতভাবে করতে হবে। একমাত্র মানুষ জীবজন্তুসহ কোন প্রাণীই অক্সিজেন দেয় না বরং নাইট্রোজেন গ্যাস নির্গত করে শুধু বৃক্ষরাজিই নাইট্রোজেন গ্রহণ করে অক্সিজেন নির্গত করে। যেকারণে মানুষসহ প্রাণীকূল আমরা বেচে আছি।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »