টাঙ্গাইল প্রতিনিধিঃ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারি চাকুরিতে কোট সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মুখে ও চোখে লাল কাপড় বেধে বিক্ষোভ করেছে বৈসম্যবিরোধী শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১১টায় শহরের রেজিষ্ট্রিপাড়া শাহীন স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধা পেয়ে বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যায়।
এদিকে শহরে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস