সংগীত শিল্পী শাফিন আহমেদ আর নেই

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ (৬৩) মারা গেছেন

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন অবস্থায়.বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে (অস্ট্রিয়ার সময় রাত ৪টা ৫০মিনিট) তিনি মারা যান। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হামিন আহমেদ বলেন, ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। পরে শো’টা বাতিল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তার শারীরিক অবস্থার হতে থাকলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাকে আর ফেরানো গেল না।

হামিন জানান, যুক্তরাষ্ট্র তাদের দুই কাজিন আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন। দ্রুতই ঢাকা থেকে আমেরিকা রওনা হবেন হামিন। এরপর বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের মরদেহ দেশে ফেরানো হবে।

শাফিন আহমেদ একাধারে দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এবং সুরকার এবং অত্যন্ত জনপ্রিয় মাইলস ব্যান্ডের সদস্য। বর্তমানে তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে
তার গান রয়েছে।

শাফিন আহমেদ ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। শাফিন আহমেদের মা জনপ্রিয় প্রয়াত দেশের.বিখ্যাত নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। সংগীত পরিবারে জন্মগ্রহণ করার কারনে.ছোট বেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়েছেন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি।

বড় ভাই হামিন আহমেদ ও তিনি বৃটেনে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমুহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা
সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলে না, আজ জন্মদিন তোমার ইত্যাদি অন্যতম।

তিনি ২০১০ সালের ১২ জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন। এরপর রিদম অব লাইফ নামে নতুন একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন তিনি। নতুন এই দলে তার সাথে যোগ দেন ওয়াসিউন (গীটার), শাহিন(গীটার), সুমন(কি-বোর্ড), উজ্জ্বল(পার্কিশন), শামস(বেজ গিটার) এবং রূমি(ড্রামস)। কিন্তু একই বছরের শেষেরদিকে শাফিন আহমেদ আবারো মাইলসে ফিরে আসেন।

কবির আহমেদ/ইবিটাইমস  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »