ঝালকাঠিতে ধান ক্রয়ের জন্য অনলাইন লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

জেলায় ধান সংগ্রহ অভিযান প্রায় শেষ পর্যায়

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় বোরো মৌসুমে খাদ্য বিভাগের আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান প্রায় শেষ পর্যায়ে তবে ঝালকাঠি সদর উপজেলায় ১৫১ মেট্রিক টন ক্রয়ের জন্য বুধবার অনলাইন লটারীরর মাধ্যমে ধান বিক্রি করতে আগ্রহী এবং অনলাইন লটারীর মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে ৫০জন কৃষককে বাছাই করা হয়েছে।

ঝালকাঠি জেলার ৪টি উপজেলা থেকে ১৩০৪ মেট্রিক টন ধান সংগ্রহরে লক্ষমাত্রা দেয়া হয়েছিল। ধান জেলার ৪টি উপজেলার খাদ্য গুদামে বিক্রি করার জন্য অনলাইনের মাধ্যমে ৭৫৮জন কৃষক আবেদন করেছে।  ৩২ টাকা কেজি দরে এই গোডাউন গুলি শুকানো ধান কিনছে।

ঝালকাঠি সদর উপজেলায় ১৮৯জন ৪১৭ মেট্রিক টন ধান বিক্রি করেছে। এই সদর উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ৫৬৮ মেট্রিক টন। অবশিষ্ট ১৫১ মেট্রিক টন ক্রয়ের জন্য আবেদনকারীর মধ্য থেকে সর্বোচ্চ ৫০জনকে বুধবার সকাল ১১টায় অনলাইন লটারীরর মাধ্যমে আবেদনকারীর মধ্য থেকে ধান বিক্রির জন্য বাছাই করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল অনলাইন লটারী পরিচালনা করেন। এসময় খাদ্য, কৃষিসহ বিভিন্ন বিভাগ ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।

জেলায় ১৩০৪ মেট্রিক টন ধান সংগ্রহরে মধ্যে প্রধানত ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার কৃষকরা রয়েছে এবং এই ২ উপজেলাই সিংহভাগ বোরো আবাদ হয়। ঝালকাঠি সদর উপজেলায় ৫৬৮ মেট্রিক টন ও নলছিটি উপজেলায় ৬৬৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা দেয়া হয়েছে এবং অন্য ২টি উপজেলার মধ্যে রাজাপুর উপজেলায় ৩৬ ও কাঠালিয়া উপজেলায় ৩৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা দেয়া হয়েছে।

ঝালকাঠি জেলায় খাদ্য বিভাগ বোরো মৌসুমের আবাদ থেকে চুক্তিভিত্তিক জেলার মিল মালিকদের কাছ থেকে ২০১৯ মেট্রিকটন চাল ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করেছে। সরকার ৪৫ টাকা কেজি দরে মিলের কাছ থেকে চাল ক্রয় করছে। খাদ্য বিভাগ জেলার ৫টি মিল থেকে বুধবার পর্যন্ত ইতিমধ্যেই ৮৯২.৬৩০ মেট্রিক টন চাল ক্রয় করেছে।

চাল ক্রয়ের লক্ষমাত্রার মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ২টি মিল থেকে ৫৫ মেট্রিক টন ও নলছিটি উপজেলার সুগন্ধা অটো রাইস মিল থেকে চুক্তিভিত্তিক ১৮৪৭ মেট্রিক টনের মধ্যে ৭২০.৬৩০ মেট্রিক চাল ক্রয় করেছে।

অন্য ২টি উপজেলার মধ্যে রাজাপুরের একটি মিল থেকে ৫৫ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষমাত্রার মধ্যে সব চাল ও কাঠালিয়া উপজেলার একটি মিল থেকে চুক্তিভিত্তিক ৬২ মেট্রিক ক্রয়ের মধ্যে সব চাল ক্রয় করা হয়েছে।  জেলার খাদ্য বিভাগ থেকে জানানো হয়েছে সুগন্ধা অটো রাইস মিলের কাছে চুক্তির আওতায় থাকা ১১২৬.৩৭০ মেট্রিক টন চাল প্রয়োজন মাফিক ক্রয় করা হবে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »