ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মহিলা বিষয়ক অধিপ্তরের বাস্তবায়নে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় কিশোর-কিশোরী ক্লাবের পাঁচজন কো-অর্ডিনেটরদের সম্মানী বাবৎ ১০ হাজার আটশত টাকা করে মোট ৫৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার সঞ্চালনায় এ সময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান টিটব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান এবং ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস