তজুমদ্দিনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন ফজলুল হক দেওয়ান

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে উপজেলা পরিষদ নির্বাচন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী ৫টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক দেওয়ান (আনারস প্রতীক) পেয়েছেন ২৪হাজার ২৩১ ভোট তার  প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন মোশারফ হোসেন দুলাল (দোয়াত কলম প্রতিক) পেয়েছেন ২১হাজার ৫১৭ ভোট ও ফকরুল আলম জাহাঙ্গীর পেয়েছেন ৪হাজার ৯১২ ভোট এবং রেজাউল করিম নিরব পেয়েছেন ৫৫০ ভোট।

অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আমিন মহাজন(চশমা প্রতিক) পেয়েছেন ২৫ হাজার ৮৩৯ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাউদ্দিন ফরাজী(টিউবওয়েল প্রতিক) ১২হাজার ৭৬৫ ভোট এবং মহিউদ্দিন পোদ্দার(তালা প্রতিক) পেয়েছেন ১২হাজার ২১২ ভোট।

এছাড়াও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফাতেমা বেগম সাজু (কলস প্রতীক) ২৪হাজার ৯৭৫ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কহিনূর বেগম শিলা (ফুটবল প্রতিক) নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৪৮৯ ভোট , কয়েফুল বেগম (হাঁস প্রতিক) ৬হাজার ৫০৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার(৯ জুন) সহকারি রিটার্নিং অফিসার ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ  এই ফলাফল ঘোষণা করেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৮৮জন।

মনজুর রহমান/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »