ভিয়েনার হেলডেনপ্ল্যাটজে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য অস্ট্রিয়ান জাতীয় ফুটবল দলকে প্রেসিডেন্ট বিদায় জানিয়েছেন
ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (৬ জুন) অস্ট্রিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন হেলডেনপ্ল্যাটজে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন বিদায় সম্বর্ধনা দেন। এই সময় প্রেসিডেন্টের সাথে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার ও উপ প্রধান ভাইস চ্যান্সেলর এবং ক্রীড়া মন্ত্রী ভার্নার কোগলার।
অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের সকল খেলোয়াড়, তাদের পরিবার-পরিজন সহ আরও উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের বস রাল্ফ রাঙ্গনিক।
খেলোয়াড়দের উদ্দেশ্যে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের ফুটবল দল যেনকোনো দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তিনি আশা প্রকাশ করে আরও বলেন, অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শুধু ভক্তদের আশা ও স্বপ্ন পূরণ করা ছাড়াও দেশের জন্য বিরল সন্মান বয়ে আনবে।
তিনি আরও বলেন,জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরো কাপ ২০২৪ এ অস্ট্রিয়ার সাথে গ্রুপ ডি তে রয়েছে ইউরো ফুটবলের অন্যতম শক্তিশালী ফ্রান্স, পোল্যান্ড ও নেদারল্যান্ডস।
উল্লেখ্য যে,অস্ট্রিয়া ১৭ জুন খেলবে ফ্রান্সের বিপক্ষে,২১ জুন পোল্যান্ডের সাথে এবং ২৫ জুন খেলবে নেদারল্যান্ডসের সাথে।
অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার খেলোয়াড়দের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তিনি অস্ট্রিয়ার গ্রুপ পর্বের প্রথম খেলাটি ইচ্ছা থাকা
সত্ত্বেও দেখতে পারবেন না সেসময় ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলে যোগদানের জন্য। তিনি ফেডারেল সরকারের পক্ষ থেকে অস্ট্রিয়ান জাতীয় দলকে “ফেডারেল ঈগল” ডিজাইন উপহার হিসাবে তুলে দেন।
অস্ট্রিয়ান সরকারের উপ প্রধান ও ক্রীড়া মন্ত্রী ভার্নার কোগলার আসন্ন ইউরো কাপে অস্ট্রিয়ান জাতীয় ফুটবল দলের সাফল্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
কবির আহমেদ/ইবিটাইমস