হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বাহুবলে মাছ বোঝাই পিকআপ ও সিমেন্ট বোঝাই ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার তগলী নামক স্থানের ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পিকআপ চালক জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে চালক হৃদয় মিয়া (২৬) হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংয়ে পূর্ব নোয়াগাঁও গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি (ঢাকা মেট্রো ন ১৯-২৩২১) বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছে। এ সময় সিলেটগামী সিমেন্টের ট্রাক (ঢাকা মেট্রো শ ১৩-০৫৭৩) তগলী নামক স্থানে পৌঁছলে উভয় গাড়ীর সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন মারা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস