ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় সরকারি ও বেসরকারি মাধ্যমে হজ্জ্ব যাত্রীদের ১দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলার নিবন্ধিত ১৩৫জন যাত্রী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল হাই নিজামী খতিব বাইতুল মোকারম জামে মসজিদ, মেডিকেল অফিসার ডাঃ সিয়াম আহম্মেদ, জেলা তথ্য অফিসার আহসান হাবিব, সাবেক উপ-পরিচালক মোঃ নিজাম উদ্দিন । সভাপতিত্ব করেন ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোঃ আব্দুল্লাহ আল হাদী। উপস্থাপনা ও পরিচালনা করেন ফিল্ড সুপার ভাইজার মোঃ ইবা্রহীম খলিল।
বাধন রায়/ইবিটাইমস