ঝালকাঠিতে তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ, একটু স্বস্তির আশায় ডাব, আখের রস ও লেবুর সরবত কিনে খাচ্ছে 

ঝালকাঠি প্রতিনিধিঃ অনাবৃষ্টি ও তীব্র তাপদাহে গরমে অতিষ্ট ঝালকাঠির মানুষ। ঝালকাঠি বিভিন্ন এলাকায় গত ১ সপ্তাহ ধরে প্রতিদিনই বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন। এই তীব্র তাপদাহের কারণে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষের মধ্যে  মাথা ব্যাথা, হাল্কা জ্বর ও বোমিটিং এবং ডায়েরিয়া রোগের প্রবণতা দেখা দিচ্ছে এবং একশ্রেণির মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

এই তাপদাহের কারণে বেশি ঝঁুকিতে রয়েছে শ্রমজীবি নিম্ন আয়ের মানুষ। পাশাপাশি স্বাস্থ বিভাগ দিনের বেলা তাপদাহের মধ্যে প্রয়োজন না পড়লে মানুষকে বাহিরে না বের হবার পরমার্শ দিচ্ছে এবং প্রচার-প্রচারনার পাশাপাশি রাস্তায় বসে স্যালাইন ও পানীয় সরবরাহ করছে।

চাহিদা বেড়েছে ডাব, আখের রস এবং বরফগলা পানির সাথে লেবুর সরবত বিক্রি। রাস্তা-ঘাটের মোড়ে মোড়ে ভ্যানে করে এসব জিনিস বিক্রি করছে। ঝালকাঠি শহরে এই ধরণের শতাধিক বিক্রেতারা বিভিন্ন স্পটে বসে এসব জিনিস বিক্রি করছে। বাজারে একটি ডাবের দাম সর্বনিম্ন ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে এবং আখের রস প্রতি গ্লাস ২০ টাকা হলেও এখন বাড়িয়ে ২৫ টাকায় বিক্রি করা হচ্ছে। বরফগলা লেবুর সরবত ১০টাকা হলেও এখন ১৫ টাকা।

বিক্রেতারা জানিয়েছেন, এরপূর্বে দৈনিক ৫০-৬০জন ক্রেতা পেলেও এখন ২০০-২৫০ মানুষ স্বস্তির আশায় তাদের কাছ থেকে কিনে খাচ্ছে।

ঝালকাঠি শহরেই শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমজীবি পর্যায়ের ২ থেকে ৩ হাজার মানুষ একটুর স্বস্তির জন্য এদের কাছ থেকে কিনে সরবত, ডাব ও আখের রস খাচ্ছে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »