দুর্নীতির কারণে নির্মমভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি হচ্ছে : মোমিন মেহেদী

ইবিটাইমস ডেস্কঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দুর্নীতির কারণে নির্মমভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি হচ্ছে। ছাত্র-যুব-জনতার মতামত দেয়ার অধিকার কেড়ে নিয়ে এক এক করে ১২ দফায় বিদ্যুতের দাম বৃদ্ধির নেপথ্যে মন্ত্রী-সচিব ও কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতিই একমাত্র কারণ।

২৮ ফেব্রুয়ারি বারো দফায় বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

রাজধানীর ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখবেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, হাওয়া বেগম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দুদকের প্রতি আহবান জানাচ্ছি- দ্রুত দুর্নীতিবাজদের দুর্নীতি খতিয়ে দেখে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তনে সহায়তা করুন। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও উচিৎ তাঁর বাবার স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে নিজের উদ্যেগে দুর্নীতিবাজ বিদ্যুৎ প্রতিমন্ত্রী-সচিব-কর্তাদের দুর্নীতি তদন্ত করে বিদ্যুতের দাম বৃদ্ধি বন্ধে পদক্ষেপ নিন। তা না হলে দ্রব্যমূল্য বৃদ্ধির চরম পরিস্থিতিতে বিদ্যুতের দাম বৃদ্ধি নতুন কষ্টের সূচনা করবে, যা কোনভাবেই কাম্য নয়।
হাফিজা লাকী/ইবিটাইমস 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »