চরফ্যাসন প্রতিনিধিঃ চরফ্যাসনে মেঘনায় মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে বাবা সেলিম মেস্তুরী (৩৮) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ছেলে মিরাজ (৯) নামে এক শিশু সন্তান।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে দক্ষিণ আইচা থানাধীন ঢালচর ইউনিয়নের বয়ারচর নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে। নিহত জেলে সেলিম চরমানিকা গ্রামের আলতাফ হোসেন ছেলে ও নিখোঁজ শিশু মিরাজ নিহত জেলে সেলিম মেস্তুরীর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (১৯ ফেব্রুয়ারী) মধ্যরাতে নিহত সেলিম মেস্তীর তার শিশু ছেলেকে সহ ছোট্র একটা নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান। মঙ্গলবার বেলা ১২ টার দিকে পাশ্ববর্তী জেলেরা সেলিমের নৌকাটি ভাসমান অবস্থায় দেখে তারা নৌকার কাছে নৌকায় কাউকে না দেখে অনেক খোজাখুজি করে নদীতে ফেলানো বালিয়া ধরার জাল টানলে জালের সাথে পেচানো অবস্থায় সেলিম মিস্তিরির মৃতদেহ উদ্ধার করেন জেলেরা। তবে এখনো নিখোঁজ রয়েছে সেলিম মিস্তিরি ছেলে মিরাজ।
দক্ষিণ আইচা থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুল খালেক বলেন, বালিয়া ধরারজাল হাতাতে গিয়ে নদীতে পড়ে নিহত বাবার মরদেহ স্থানীয়রা জেলেরা নদী থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পারিবারিক ভাবেই তাদের দাফনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি। এখনো সেলিম মেস্তুরীর ছেলে মিরাজ নদীতে নিখোঁজ রয়েছে।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস