ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্ভোধন ও প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, উপজেলা ভাইস চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ও পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন। উদ্ভোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। বিদ্যালয়ে শিক্ষার্থীরা আকর্ষণীয় মার্সপাস্ট ও সাংস্কৃতিক ঝালকাঠির নদী, খাল ও জীবনযাপনের উপরে নৃত্য পরিবেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দায়িত্ব গ্রহণের পরে শিক্ষা বিস্তারের জন্য এবং শিক্ষার্থীরা যাতে শুরুতেই ঝড়ে না পরে সেজন্য শিক্ষার্থীদের বাধ্যতামূলক করেছেন এবং ২য় দফায় কয়েক হাজার বিদ্যালয়কে একত্রে জাতীয়করণের আওতায় এনেছেন। তিনি মেয়েদের শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে সামনে রেখে তিনি এই কাজগুলি করছেন।
বাধন রায়/ইবিটাইমস