ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহীর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন সভাপতিত্ব করেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু বিগত সভার কার্যবিবরনী পাঠ করেন এবং কোন ধরণের সংশোধন বিয়োজন না থাকায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সভায় বিগত খেলাধুলো খরচের বিল অনুমোদন করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে গঠিত উপকমিটি বলিবল, ব্যাডমিন্টন, কিশোর ফুটবল টুর্নামেন্টগুলোর খেলাধুলা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামে ক্রিকেট প্রাক্টিসের জন্য নেট দিয়ে পরিপাটিভাবে প্র্যাকটিসের ব্যবস্থা করার জন্য ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা প্রশাসকের মতামত নিয় বাস্তবায়ন করবেন। আসন্ন জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ও বরিশাল বিভাগীয় টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় পৃথক কোচ, ম্যানেজার নিয়োগ করা হয়।
বাধন রায়/ইবিটাইমস