কুমিল্লা সিটি উপনির্বাচন: মেয়র পদে চার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ইবিটাইমস ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন চার প্রার্থী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ সব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

মেয়র হতে মনোনয়ন জমা দিয়েছেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের কন্যা ডা. তাহসিন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর-উর রহমান মাহমুদ তানিম এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও সাবেক সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার।

মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকালে দুইবারের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কুর পক্ষে তার বেশ কয়েকজন অনুসারী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফরহাদ হোসেনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সার তার অনুসারীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ দুই প্রার্থী গত সিটি নির্বাচনে মেয়র পদে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত আরফানুল হক রিফাতের কাছে হেরে যান।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে মা মেহেরুন্নেছা বাহারকে সঙ্গে নিয়ে ডা. তাহসিন বাহার সূচনা বিপুলসংখ্যক নেতাকর্মীসহ রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এরপর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর-উর রহমান মাহমুদ তানিম তার অনুসারীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পর তিন প্রার্থী সাংবাদিকদের নিকট পৃথকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। এছাড়া আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

এর আগে ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়র রিফাতের মৃত্যু হয়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »