ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে নবীন বরন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সাবেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম ও মোঃ শাহ আলম। নবীন বরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় শ্রেণির আবির মাহমুদ ও দিপ্ত সাহা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রেখেছেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান আহমেদ। ২৮০ নতুন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
এবছর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪টি বিভাগে বিভিন্ন ক্যাটাগরির সংগীত, ক্বেরাত, হামদ্, নাত ১০৪টি ইভেন্টে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস