ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।
জেলা ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি শাখার সভাপতি আকন মুহাঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হাফেজ মোঃ আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার মাওঃ আহসানউল্লাহ খান, অধ্যাপক সৈয়দ খলিলুর রহমান, মাওলানা বজলুর রহমান খান, হাফেজ মোঃ আব্দুল মালেক, মোঃ আব্দুল কুদ্দুস, আলহাজ্ব মাওলানা মোখতার আহমেদ, মোঃ সাখাওয়াত হোসেন, মাওলানা মোঃ আল আমিন, মুহাম্মদ শাহজালাল, অধ্যক্ষ মোঃ অলিউল্লাহ ও হাফেজ ইব্রাহীম আল হাদী উপস্থিত ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস