আমেরিকা প্রতিনিধিঃ “আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় গান গাই” এই প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে গত বছরের মতো এই বছরও নিউইয়র্কের বিখ্যাত টাইমস্ স্কয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা বর্ষ বরণ ১৪৩১। এন আর বি ওয়াল্ড ওয়াইড এই বছরও ইতিহাস সৃষ্টিকারী এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
বুধবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসের নেপালী বাঞ্ছাঘর রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হলো প্রথম মহড়া। এই মহড়া উদ্ভোধন করেন ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান। মধ্যমনি ছিলেন মহড়া পরিচালক মহিতোষ তালুকদার তাপস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন আর বি ওয়াল্ড ওয়াইড এর সভাপতি বিশ্বজিৎ সাহা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন।
বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি হোসাইন কবির, নাট্যজন লুৎফুন্নাহার লতা, এন আর বি ওয়াল্ড ওয়াইড এর যুগ্ম সম্পাদক তানভীর কায়সার এবং প্রজন্ম’৭১ যুক্তরাষ্ট্রের সভাপতি শিবলী ছাদেক। নিউইয়র্কে বসবাসরত বাঙালি কমিউনিটির শত শিল্পীর অংশগ্রহণে প্রথম মহড়া অনুষ্ঠিত হয়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
রেজওয়ানা এলভিস/ইবিটাইমস