ঢাকা প্রতিনিধি: ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিৎস্কি বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা যেকোনো সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন রুশ রাষ্ট্রদূত।
আলেকজান্ডার মান্তিৎস্কি বলেন, ‘আমরা বাংলাদেশ যেকোনো বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে। আমেরিকা বা পশ্চিমা দেশগুলোর যেকোনো নিষেধাজ্ঞা বা পদক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের সাথেই থাকব।’
মান্তিৎস্কি বলেন, ‘রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরোপিত নিষেধাজ্ঞা ছাড়া কোনো পশ্চিমা দেশ কর্তৃক একতরফাভাবে আরোপিত কোনো নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না।’ বাংলাদেশের বিরুদ্ধে পশ্চিমা কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কোর অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘ধারণা করা যায়, এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না। দেখা যাক কী হয়।’
আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ওয়াশিংটন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে কি না, জানতে চাইলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।’ আলেকজান্ডার মান্তিৎস্কি আরও বলেন, ‘রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত মাসে কথা বলেছেন, বেশ কয়েকবার মস্কো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রচেষ্টার বিরুদ্ধে কথা বলেছে।’
মান্তিৎস্কি বলেন, ‘তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ১৯৭১ সালে বাঙালি জাতির মুক্তি সংগ্রামকে সরাসরি সমর্থন করেছিল এবং বর্তমান রাশিয়া অর্থপূর্ণ ও সম্মানজনকভাবে ঢাকার সঙ্গে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের আরএমজি সেক্টরের (তৈরি পোশাক খাত) বৈশ্বিক খ্যাতি সত্ত্বেও রাশিয়ার বাজারে এর প্রবেশাধিকার কম ছিল, কিন্তু অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড রাশিয়া ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রাশিয়ার ব্যবসায়িক মহল ২০২২ সাল থেকে বাংলাদেশসহ নতুন সরবরাহকারীদের সন্ধান করছে।’
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশ তাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে উল্লেখ করে রাষ্ট্রদূত আশা করেন, মেগা প্রকল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখবে।
বাংলা ট্রিবিউনের কূটনৈতিক প্রতিবেদক শেখ শাহরিয়ার জামানের সঞ্চালনায় স্বাধীনতা সাংবাদিক ফোরাম ‘টকস উইথ অ্যাম্বাসেডর’ শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সম্পাদক খায়রুল আলম।
ঢাকা/ইবিটাইমস/এনএল