মানবাধিকার দিবসে মানবন্ধন কর্মসূচি বিএনপির

ইবিটাইমস ডেস্ক: আগামী রোববার (১০ ডিসেম্বর) পালিত হবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিনটি ঘিরে নানা কর্মসূচি নিয়েছে বিএনপি। এদিনে সারা দেশের জেলা সদরে মানববন্ধন করবে তারা।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান।

রিজভী বলেন, ‘আমাদের পরবর্তী কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে। সেদিন ঢাকা শহরে গুম-খুনের পরিবার এবং যে সমস্ত নাগরিক গুম-খুন হয়েছেন সেই পরিবারের সমন্বয়ে এই মানবন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকা মহানগরসহ জেলা সদরে এই কর্মসূচি পালিত হবে।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘ঢাকায় মানববন্ধন হবে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায়। এই বিষয়ে ঢাকা মহানগর বিএনপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। ঢাকার বাইরে অন্যান্য জেলাসমূহে মানববন্ধন সফল করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলেন, ‘সরকারের দিক থেকে বাধাবিপত্তি যদি আসে, তাহলে সব কিছু প্রতিহত করে এই মানববন্ধন কর্মসূচি সফল করতে হবে। ঢাকাসহ সারা দেশের সকল পর্যায়ের নেতাকর্মীদের বলব, যে সমস্ত পরিবার নিপীড়ন-নির্যাতন ও গুম-খুনের শিকার হয়েছে সেসব পরিবারের সদস্যদের নিয়ে এসে আপনারা মানববন্ধনে উপস্থিত থাকবেন।’

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »