ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে জেলার শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসক কাযার্লয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ৪৩০টি কম্বল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনের নিকট হস্থান্তর করা হয়েছে।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে প্রশাসক কার্যালয়ের আরডিসি মো. মহিন উদ্দিন, আশার ডিভিশনাল ম্যানেজার মো. জসিম উদ্দিন, সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার শেখ ফিরোজ আহমদ, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মুহাম্মদ বাবুল হোসেন, এসই এটিএম আব্দুল্লাহ, সিনিয়র ম্যানেজার সুজন কান্তি মিত্র, সিনিয়র ম্যানেজার মো. দেলোয়ার হোসেনসহ জেলার অন্যান্য কর্মকতার্রা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আশার জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে নিজস্ব অর্থে তারা এবছরও শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৮৯ লক্ষ টাকা মূল্যের প্রায় ২৫ হাজার ৬০০টি কম্বল বিতরণ করবে।
বাধন রায়/ইবিটাইমস