ইবিটাইমস ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানি ও আর্জেন্টিনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত হেসেছে জার্মানরা। টাইব্রেকারে মেসির উত্তরসূরিদের ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মানি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ইন্দোনেশিয়ার সুরাকার্তায় ৩-৩ গোলে ড্র হয় আর্জেন্টিনা ও জার্মানির অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল। জার্মানির হয়ে প্যারিস ব্রুনা জোড়া গোল ও ম্যাক্স মোরস্টেড একটি গোল করেন। আর আর্জেন্টিনার হয়ে তিনটি গোলই করেন অগাস্টিন রবার্তো।
ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিল আর্জেন্টিনা। ম্যাচের ৯ মিনিটে তরুণ আলবিসেলেস্তেরা ১-০ গোলে পিছিয়ে পড়ে। গোল করেন জার্মানির উইঙ্গার প্যারিস ব্রুনার। কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকার রুবেরতো দুই গোল করে দলকে প্রথমার্ধে লিড এনে দেন। ম্যাচের ৩৬ মিনিটে দলকে সমতায় ফেরান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে নেন ২-১ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানি সমতায় ফেরে। প্যারিস ব্রুনার ৫৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। আর্জেন্টিনার গোলরক্ষক ফ্লোরেন্টিনের ভুলে ৬৯ মিনিটে ম্যাক্স মোয়েস্টেড দলকে ৩-২ গোলে এগিয়ে নিয়ে ফাইনালে পথে তুলে নেন। কিন্তু হাল না ছাড়া আর্জেন্টিনা যোগ করা সময়ে অর্থাৎ ৯৭ মিনিটে গোল করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায়। রুবেরতো হ্যাটট্রিক পূর্ণ করেন।
কিন্তু টাইব্রেকারে প্রথম তিন শটের দুটি মিস করে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। প্রথম শটই মিস করে ফ্রাঙ্কো মাস্টানতুনো। দ্বিতীয় শট মিস করে এচেভেরি। ওই দুই শটেই গোল করে জার্মানি। তবে তারা তৃতীয় শট মিস করায় তিন শট শেষে ২-১ দাঁড়ায় স্কোরবোর্ড। পরের দুই শটে জার্মানি গোল করে ফাইনালের উল্লাসে ভাসে। আসরের অপর সেমিফাইনালে সন্ধ্যায় ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ও মালি অনূর্ধ্ব-১৭ দল মুখোমুখি হবে।
ডেস্ক/ইবিটাইমস/এনএল