চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, যারা এদেশে স্বাধীনতা চায়নি, শান্তি শৃঙ্খলা চায় নাই, যারা হত্যার মাধ্যমে ক্ষমতায় আসে, বঙ্গবন্ধু হত্যার বিচারকে যারা আইন করে বন্ধ করে দিয়েছে ওই বিরোধীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়।
গতকাল বৃহস্পতিবার ২৪কোটি টাকা ব্যয়ে ভোলার চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার ভবন এবং শশীভূষণে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের উদ্বোধন শেষে দুপুর দুইটায় বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে আয়োজিত উপকারভোগী ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
মন্ত্রী আরো বলেন, বিরোধীদের বলি সংবিধান অনুযায়ী নির্বাচনে আসেন। কিন্তু আপনারা আসতে চান না। আপনারা জানেন জনগন আপনাদের পাশে নেই। জনগনের জন্য আপনারা কিছু করেন নাই। শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দেশের মানুষের উন্নয়নে কাজ করেছেন। অনুন্নত একটি দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়েছেন।
স্থানীয় এমপি যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
চরফ্যাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন’র সভাপতিত্বে উন্নয়ন সমাবেশে আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মো.আরিফুজ্জামান ও পুুলিশ সুপার মাহিদুজ্জামান প্রমুখ।
এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মো. খুরশিদ আলম,স্বাস্থ্য অধিদপ্তরে বরিশাল বিভাগীয় পরিচালক ডা.শ্যামল কৃষ্ণ মন্ডল, ভোলার সিভিল সার্জন একে এম শফিকুজ্জান উপস্থিত ছিলেন।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস