ভিয়েনা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়ার সিডনিতে এলোপাথাড়ি গুলিতে নিহত ১০,আহত ১২ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি সব রাজনৈতিক দলেকে নিরাপত্তা প্রটোকল দেবে অন্তর্বর্তী সরকার: প্রেস উইং ইঞ্জিন বিকল হওয়ার পর টোকিওগামী ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের ওয়াশিংটনে জরুরি অবতরণ টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দিনমজুরের অসুস্থ স্ত্রী ইয়ানুর বেগম বাঁচতে চান হাদীকে বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে : চিকিৎসক নাগরপুরে বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত  ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সব রকম চেষ্টা চলছে : বাণিজ্যমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • ২৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সরকার সব রকম চেষ্টা করছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, মানুষকে স্বস্তি দিতে আমাদের সব রকমভাবে চেষ্টা করতে হবে। আমরা সেটাই করছি।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘আমাদের এমন কোনো ব্যবস্থা নেওয়া ঠিক হবে না, যাতে করে সাপ্লাই চেইনটা বন্ধ হয়ে যায়। এতে ভোক্তাদের কষ্ট আরও বাড়বে। এসব কারণেই আমাদের সবদিক লক্ষ্য রেখে কাজ করতে হয়।’

অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতির কারণে বিশ্বের অনেক দেশ সংকটে পড়েছে। এরমধ্যে আবার অনেক দেশ ভালোও করছে। আমরাও এ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’

এর আগে দেশে প্রথমবারের মতো ভারতীয় মুদ্রা রুপিতে আন্তর্জাতিক লেনদেনের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। প্ৰাণ আরএফএল গ্রুপের সিস্টার্স কর্নসার্ন হবিগঞ্জ এগ্রোর সাথে সম্পন্ন হওয়ায় এ লেনদেনের পরিমাণ ২৪ লাখ রুপি।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, বৈদেশিক মুদ্রার মজুতের ওপর চাপ কমাতে ভারত-বাংলাদেশ নিজস্ব মুদ্রায় বাণিজ্যের এ সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যবসার খরচ কমার পাশাপাশি প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে বলেও মনে করেন তিনি।

অনুষ্ঠানে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এই লেনদেনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ভারত বাংলাদেশের একটি বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। প্রথম বারের মতো দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন নিস্পত্তির ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোন মুদ্রা ব্যবহৃত হলো। এর মাধ্যমে দু’দেশর বাণিজ্য সম্পর্ক আরো জোরদার হবে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

অস্ট্রেলিয়ার সিডনিতে এলোপাথাড়ি গুলিতে নিহত ১০,আহত ১২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সব রকম চেষ্টা চলছে : বাণিজ্যমন্ত্রী

আপডেটের সময় ০৮:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

ঢাকা প্রতিনিধি: নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সরকার সব রকম চেষ্টা করছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, মানুষকে স্বস্তি দিতে আমাদের সব রকমভাবে চেষ্টা করতে হবে। আমরা সেটাই করছি।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘আমাদের এমন কোনো ব্যবস্থা নেওয়া ঠিক হবে না, যাতে করে সাপ্লাই চেইনটা বন্ধ হয়ে যায়। এতে ভোক্তাদের কষ্ট আরও বাড়বে। এসব কারণেই আমাদের সবদিক লক্ষ্য রেখে কাজ করতে হয়।’

অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতির কারণে বিশ্বের অনেক দেশ সংকটে পড়েছে। এরমধ্যে আবার অনেক দেশ ভালোও করছে। আমরাও এ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’

এর আগে দেশে প্রথমবারের মতো ভারতীয় মুদ্রা রুপিতে আন্তর্জাতিক লেনদেনের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। প্ৰাণ আরএফএল গ্রুপের সিস্টার্স কর্নসার্ন হবিগঞ্জ এগ্রোর সাথে সম্পন্ন হওয়ায় এ লেনদেনের পরিমাণ ২৪ লাখ রুপি।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, বৈদেশিক মুদ্রার মজুতের ওপর চাপ কমাতে ভারত-বাংলাদেশ নিজস্ব মুদ্রায় বাণিজ্যের এ সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যবসার খরচ কমার পাশাপাশি প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে বলেও মনে করেন তিনি।

অনুষ্ঠানে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এই লেনদেনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ভারত বাংলাদেশের একটি বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। প্রথম বারের মতো দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন নিস্পত্তির ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোন মুদ্রা ব্যবহৃত হলো। এর মাধ্যমে দু’দেশর বাণিজ্য সম্পর্ক আরো জোরদার হবে।

ঢাকা/ইবিটাইমস/এনএল