বুধবার (৩ মে) তার মরদেহ বিমান যোগে বাংলাদেশ দাফনের জন্য পাঠানো হবে
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন আবদুর রাজ্জাক হাওলাদার গত ২৬ এপ্রিল ভিয়েনার ১৬ নাম্বার ডিস্ট্রিক্টের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, তিনি ব্রেন স্ট্রোক করে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার (ICU) ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
মরহুম আবদুর রাজ্জাক হাওলাদার বাংলাদেশের বরিশাল জেলার চন্দ্রমোহন ইউনিয়নের বাসিন্দা ছিলেন। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। মৃত্যুকালীন সময় তিনি বাংলাদেশে স্ত্রী এবং এক কন্যা, এক পুত্র সন্তান রেখে গেছেন। তার মেয়ে ফিনল্যান্ড স্বামীর সাথে থাকেন স্টুডেন্ট ভিসা
নিয়ে।
মঙ্গলবার (২ মে) ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের তুর্কি ইসলামিক ফেডারেশন মসজিদ-ই-আল আকসায় তার নামাজে জানাজায় অস্ট্রিয়া
বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুম আবদুর রাজ্জাক হাওলাদার আর্থিকভাবে খুবই দুর্বল থাকায় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের মাধ্যমে অর্থ উঠিয়ে তার মরদেহ দেশে পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে।
জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম শায়খ ড.মোহাম্মদ ফারুক আল মাদানী, শায়খ আবদুস সাত্তার, বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির প্রেসিডেন্ট মামুন হাসান,বরিশাল বিভাগীয় সমিতির প্রেসিডেন্ট আক্তারুজ্জামান শিবলী। মুশতারি ক্যাশ এন্ড কারির স্বত্বাধিকারী ইকবাল মুশতারি।
মরহুম আবদুর রাজ্জাক হাওলাদারের মেয়ে বর্তমান ভিয়েনায় অবস্থান করছেন। আগামীকাল বাবার মরদেহের সাথে তিনিও বাংলাদেশে যাবেন। পরে শায়খ ড.মোহাম্মদ ফারুক আল মাদানী মরহুমের জানাযার নামাজ পড়ান। জানাযার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই তুর্কি প্রতিষ্ঠান উকবা মরহুমের মরদেহ হিমাগারে নিয়ে যান।
কবির আহমেদ/ইবিটাইমস