অস্ট্রিয়ায় বাংলাদেশী ছাত্রী তাহরিন আলমের বিরাট সাফল্য

তাহরিন আলম “টেকসই শক্তি” বিষয়ে সাফল্যের সাথে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান তাহরিন আলম অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের বুর্গেনল্যান্ড রাজ্যের Burgenland University of Applied Science থেকে ‘Sustainable Energy Systems “(টেকসই শক্তি সমূহ) বিষয়ে সাফল্যের সাথে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি লাভ করেন।

তাহরিন আলম অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সাবেক সদস্য মরহুম শফিউল আলমের মেয়ে। মরহুম শফিউল আলম দীর্ঘদিন যাবত লন্ডন প্রবাসী ছিলেন। কয়েক মাস পূর্বে তিনি বাংলাদেশের ব্রাম্মণবাড়িয়া জেলার আশুগজ্ঞ উপজেলায় নিজ পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহরিন আলমের মা অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের পরিচিত আজিমন নেসা নাসিম।

গত শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দিন বুর্গেনল্যান্ড রাজ্যের ঐতিহাসিক ‘Burgenland Schloss Esterha’sy রাজ প্রাসাদে এক অনাড়ম্ভর
ও আনন্দঘন পরিবেশে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কৃতকার্যদের মাস্টার্স সনদ প্রদান করেন।

তাহরিন আলমের মা আজিমন নেসা নাসিম মেয়ের এই অসাধারণ সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মহান আল্লাহতায়ালার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের নিকট তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »