মুসলিম নেতৃবৃন্দের জন্য ইফতারের আয়োজন করলেন ভিয়েনা সিটি মেয়র

ভিয়েনার পৌর প্রশাসনের প্রধান কার্যালয় ভিয়েনা সিটি হলে মুসলিম নেতৃবৃন্দের জন্য এক জাকজমক পূর্ণ  ইফতারের আয়োজন করে ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ (SPÖ)

ইউরোপ ডেস্কঃ বুধবার (১২ এপ্রিল) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পৌর প্রশাসনের প্রধান কার্যালয়  ভিয়েনা সিটি হলে মুসলিম নেতৃবৃন্দের জন্য এক জাকজমকপূর্ণ ইফতারের আয়োজন করেন সিটি মেয়র মিখাইল লুডভিগ। ইফতার অনুষ্ঠানে অস্ট্রিয়ার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী দফতরের উর্দ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মেয়র ডক্টর মিখাইল লুডভিগ তার স্বাগত বক্তব্যের শুরুতে সাদর অভ্যর্থনা জানান প্রধান অতিথি  ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার (IGGÖ) প্রেসিডেন্ট অমিত ভূরাল সহ সকল ইসলামিক কমিউনিটির নেতৃবৃন্দকে।

তিনি তার বক্তব্যে ভিয়েনার সামাজিক, রাজনৈতিক এবং বৈশ্বিক মহামারী করোনাকালীন ক্রাইসিসের মত জাতীয় সমস্যায় ভিয়েনা সিটি মেয়রের সাথে সহযোগিতা মূলক কাজ করার জন্য ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়া ও বিভিন্ন ইসলামিক কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগের এই ইফতার মাহফিলে যে সমস্ত অস্ট্রিয়ান মুসলিম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম অস্ট্রিয়ান
মুসলিম রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল মেম্বারগণ, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ওমর আল রাবী ও সংসদ সদস্য আসলিহান বজাতেমার। তাছাড়াও আরও উপস্থিত ছিলেন তুর্কী, বসনিয়ান, আরাবিয়ান, আলবেনিয়ান, আফ্রিকান ও এশিয়ান ইসলামিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অস্ট্রিয়ান মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দের জন্য ইফতার মাহফিলের আয়োজন করার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষে ইঞ্জিনিয়ার এম এ হাসিম। এম এ হাসিম এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি  ইন অস্ট্রিয়ার (IGGÖ)  সুপ্রিম কাউন্সিল মেম্বার।

ভিয়েনার সিটি হলে আমন্ত্রিত অতিথিদের ইফতারে মুসলিম খাবারে আপ্যায়ন করা হয় ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগের পক্ষ থেকে।
এশিয়ান ইসলামিক কমিউনিটির পক্ষ থেকে ইউরো বাংলা টাইমসের প্রতিনিধিকে ইফতারে নিমন্ত্রণ করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »