নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় শিশু সহ আহত ৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিশু ও নারী সহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত সাইফুদ্দিন গাজী (২৫) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি শুক্রবার (৩১মার্চ) দুপুরে উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের দেউলবাড়ি গ্রামের। জানা গেছে, স্থানীয় মতিউর রহমান গাজী ও দেলোয়ার হোসেন গাজীর মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ হয়।

আহত সাইফুদ্দিন গাজীর বড় ভাই কামরুল গাজী জানান, জমি নিয়ে বিরোধের মীমাংসার জন্য গত বৃহস্পতিবার (৩০মার্চ) স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। কিন্তু প্রতিপক্ষ দেলোয়ার গাজীরা ওই সালিশের সিদ্ধান্ত অমান্য করে উঠে যায়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের দেলোয়ার গাজী ও তার লোকজন আমাদের বাড়ির পিছনের জমি দখল করতে যায় । এতে বাঁধা দিয়ে চলে গেলে সেখানে থাকা আমার কন্যা কারিমা আক্তার(৬) কে হত্যার উদ্দেশ্যে আছরে দেয়। এ নিয়ে আমার ছোট ভাই জিজ্ঞাসা করলে প্রতিপক্ষের ৭—৮ জন এসে তাকেসহ আমার পিতা মতিউর রহমান ও স্ত্রী শারমিন আক্তার (২৫) কে মারধর করে আহত করে ।

এ বিষয়ে জানতে প্রতিপক্ষের হাকিম গাজীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে সামান্য ঠেলাঠেলি হয়েছে। কাউকে মারধর করা হয় নি। বরং তারা আমাকে ও আমার ভাই হাকিম গাজীকে মারধর করেছে।

থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বিষয়টি জেনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। কোনো অভিযোগ না পাওয়ার কথা জানান তিনি। বলেন, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »