বাঁধন রায়, ঝালকাঠি: নিত্যপন্যের দামে কারসাজি ঠেকাতে ঝালকাঠিতে অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানার নেতৃত্বে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কমিটি মাঠে নেমেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক, সদর এসপি সার্কেল মহিদুল ইসলাম, পৌর পরিষদ, চেম্বার অব কমার্স, কৃষি, খাদ্য, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে সরজমিনে জেলার চালের বাজার, মুদিমনোহরী ও বিভিন্ন পন্যের দোকানগুলিতে খোজ খবর নেন।
এসময় তারা দোকানগুলোতে প্রতিদিনের পন্য সামগ্রীর মূল্য তালিকা রাখার নির্দেশনা দেন। যাদের কাছে আপডেট মূল্য তালিকা পাওয়া যায়নি তাদেরকে সতর্ক করে দেয় বাজার মনিটরিং কমিটি। সরকারের নির্দেশনা না মানলে মোবাইল কোর্টের আওতায় জরিমানা করা হবে বলে সতর্ক করা হয় ব্যবসায়ীদের।
ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ মোঃ মনিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা খাদ্য নিয়ন্ত্রক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়সহ বাজার মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেস্ক/ইবিটাইমস/আরএস