সোমবার জার্মানিতে পরিবহন ধর্মঘট

       জার্মানির সর্বাত্মক পরিবহন ধর্মঘট অস্ট্রিয়ার গণপরিবহনের উপরেও ব্যাপক প্রভাব পড়বে বলে সতর্কতা দিয়েছে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে

কবির আহমদ, ভিয়েনা: আগামী সোমবার (২৭ মার্চ) বেতন বৃদ্ধির দাবীতে সমগ্র জার্মানি ব্যাপী পরিবহন ধর্মঘট ডেকেছে জার্মানির ভেরডি এবং ইভিজি শ্রমিক বা ট্রেড ইউনিয়ন। অস্ট্রিয়ার প্রতিবেশী জার্মানির এই সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ফলে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে সেদিন জার্মানিতে তার কয়েক ডজন রেলের সময়সূচী বাতিল করেছে।

অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে সে দিন জার্মানির গণপরিবহন ধর্মঘটের প্রভাব অস্ট্রিয়ার রেলওয়ের ওপরেও কিছুটা পড়বে। অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে ইতিমধ্যেই সোমবার জার্মানিতে তাদের কয়েক ডজন রেল বাতিল করেছে। তাছাড়াও সে দিন অন্যান্য প্রতিবেশী দেশের ট্রেনও অস্ট্রিয়ার ভিতর দিয়ে জার্মানি যাবে না।

জার্মানি ও অস্ট্রিয়ার বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই ধর্মঘটের ফলে আগামী সোমবার জার্মানির সড়ক, রেল, বিমান এবং জলপথ পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। বিগত কয়েক মাস ধরেই জার্মানির কেন্দ্রীয় সরকারের সাথে ট্রেড ইউনিয়নগুলির আলোচনা চলছিল।

শ্রমিক ইউনিয়ন ভেরডি শতকরা ১০,৫ শতাংশ এবং ইভিজি শতকরা ১২ শতাংশ বেতন বৃদ্ধি দাবী করছে। কিন্ত জার্মানি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শতকরা ৫ শতাংশের বেশী বেতন বাড়াতে নারাজ। শ্রমিক ইউনিয়ন ভেরডির একজন সংগঠক জার্মানির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই ধর্মঘট রবিবার মাঝরাত থেকে সোমবার মাঝরাত পর্যন্ত ২৪ ঘন্টার জন্য স্থায়ী হবে।

২০২২ সাল থেকেই জার্মানিতে একের পর এক পরিবহন ধর্মঘট হয়ে আসছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন চড়া হারে মূল্যবৃদ্ধির কারণে এই সমস্ত ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছে। জার্মানির সরকারি ক্ষেত্রের প্রায় ২৫ লাখের বেশী শ্রমিক ভেড়ডি ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত আছে । পাশাপাশি ইভিজি ইউনিয়নের সদস্য শ্রমিক সংখ্যা প্রায় ২ লাখ ৩০ হাজার। এই দুই ট্রেড ইউনিয়নের সদস্যরা জার্মানির সড়ক ও বেসামরিক বিমান ক্ষেত্রের সাথে সম্পৃক্ত। এদিকে ট্রেড ইউনিয়ন ভেরডির চেয়ারম্যান ফ্রান্ক ওয়েরেন্কে বলেন,আমরা এমন শ্রমিক সংগঠনের সাথে যুক্ত যাদের সদস্যরাই মূলত জার্মানির চালিকা শক্তির উৎস।

ডেস্ক/ইবিটাইমস/এনএস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »