সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে দেশটিতে শাবান মাস শেষ হবে বুধবার এবং প্রথম রমজান পালিত হবে আগামী বৃহস্পতিবার
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার রাতে সংযুক্ত আরব আমিরাতের খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে। ইসলামিক মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়। মাসের শুরু এবং শেষ চাঁদ দেখার উপর নির্ভর করে। খালিজ টাইমস আরও জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আগামীকাল বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করতে আবার বৈঠক করবে।
এর আগে, মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট স্থানীয় মুসলমানদের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল। কেউ রমজানের চাঁদ দেখলে তাকে কাছের আদালতে রিপোর্ট করতে এবং পর্যবেক্ষণ নিবন্ধন করতে বলা হয়েছিল।
অস্ট্রিয়া সহ ইউরোপ ও আমেরিকা মহাদেশ অর্থাৎ সমগ্র পশ্চিমা দুনিয়া সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র রমজান মাসের রোজা শুরু করবে আগামী বৃহস্পতিবার ২৩ মার্চ থেকে।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর