পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে কলেজ ছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবীতে মানববব্ধন করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২১মার্চ)দুুপুরে উপজেলা পরিষদ গেটে ওই মানববন্ধন অনুষ্ঠিত। সরকারী বঙ্গমাতা কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা মহিলা কলেজ, নাজিরপুর ডিগ্রী কলেজ, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও নিহত লামিয়ার সহপাঠীরা সহ স্থানীয়রা অংশ নেন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস, নিহত লামিয়ার মা রাজিয়া বেগম, খালা সাবিনা ইয়াছমিন, সহপাঠী আছিয়া আক্তার প্রমুখ।
জানা গেছে, উপজেলার চিথলিয়া গ্রামের নজরুল ইসলামের কন্যা ও উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা মহিলা কলেজের একাদশ শ্রেনির ছাত্রী লামিয়া আক্তারের সাথে গত ৮ বছর ধরে প্রেমের সম্পর্কের জেরে একই গ্রামের মিজান খানের ছেলে তরিকুলের বিয়ে হয়। ওই বিয়েতে তরিকুলের পরিবার রাজি না থাকায় লামিয়া তার বাবার বাড়িতে থাকতেন। গত ৬ নভেম্বর ওই লামিয়া নিঁখোজ হন। এ ঘটনায় লামিয়া মা বাদী হয়ে স্বামী তরিকুল ইসলামকে প্রধান করে ৯ জনের নামে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ১৩ মার্চ উপজেলার সদর ইউনিয়নের পতিলাখালী গ্রামের মান্নান শিকদারের বাড়ি তৈরীর জন্য রাখা বালুর ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়। ওই কঙ্কালটি নিঁখোজ কলেজ ছাত্রী লামিয়া আক্তারের বলে দাবী করেন পরিবার। এর আগে গত ১২ মার্চ রাতে নিহত লামিয়ার বাড়ির সিড়ির উপর পাওয়া একটি চিরকুটের ভিত্তিতে ওই কঙ্কালটি উদ্ধার করা হয়। আর এ ঘটনায় নিহত লামিয়া হত্যার সাথে জড়িত প্রধান আসামী তার স্বামী তরিকুল ইসলামকে গ্রেফতার করেছেন পুলিশ।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিতাইমস