ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডাল, চাল, ভূষি, লবন, কাগজের গোডাউন ছিল বলে জানায় ফায়ার সার্ভিস৷খবর পেয়ে ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ৷
সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সাইফুজ্জামান জানান এ ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন এবং আওলাদ (৪০) নামে এক শ্রমিক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস