অসংখ্য ট্রেন সম্পূর্ন বা আংশিক বাতিলের ফলে সমগ্র অস্ট্রিয়া জুড়ে যোগাযোগ ব্যবস্থায় এক বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে
ইউরোপ ডেস্কঃ আজ শুক্রবার (১৭ মার্চ) অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের (ÖBB) কেন্দ্রিয় কম্পিউটার সিস্টেমে সমস্যার কারনে স্বাভাবিক রেল যোগাযোগ ব্যহত হচ্ছে। অসংখ্য ট্রেন বাতিলের ফলে সমগ্র অস্ট্রিয়া জুড়ে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, সমগ্র অস্ট্রিয়া জুড়ে ÖBB-তে এখনও অনেক বিলম্ব এবং ট্রেন বাতিল করা হয়েছে। অভ্যন্তরীণ আইটি সিস্টেমে রক্ষণাবেক্ষণের কাজ করার পর ভোর থেকে ব্যাপকভাবে এই সমস্যা দেখা দিয়েছে। তবে কখন নাগাদ ট্রেনগুলি আবার সময়সূচীতে চলতে পারবে তা এখনও স্পষ্ট নয়।
অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের (ÖBB) ওয়েবসাইটে এক ঘোষণার বলা হয়েছে,”অনুগ্রহ করে মনে রাখবেন যে একটি প্রযুক্তিগত ত্রুটির কারনে আজ সমগ্র অস্ট্রিয়া জুড়ে ট্রেন বাতিল এবং বিলম্ব হতে পারে,তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”
সকাল ৫:৩০ মিনিট থেকে বিকাল পর্যন্ত প্রায় ১৫০টি ট্রেন সম্পূর্ণ বা আংশিকভাবে বাতিল করা হয়েছে। তারমধ্যে মোট ৩০টি দূরপাল্লার সংযোগও এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। যে গুলো অস্ট্রিয়ার প্রতিবেশী দেশ সমূহে যেমন জার্মানি,ইতালি, সুইজারল্যান্ড,স্লোভেনিয়া,হাঙ্গেরি,স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রে চলাচল করে।
ফেডারেল রেলওয়ের একজন মুখপাত্র অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমকে জানান, রেলের প্রযুক্তিবিদরা সমস্যার সমাধানে কাজ করছেন। তিনি আরও জানান ÖBB টেকনিশিয়ানরা “এই সমস্যার সমাধান করার জন্য সম্পূর্ণ গতিতে কাজ করছে, যদিও শেষটি এখনও পূর্বাভাসযোগ্য নয়।”
অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের মুখপাত্র আরও জানান, এই সমস্যাটি সম্পূর্ণ কেন্দ্রিয় কম্পিউটারে যান্ত্রিক ত্রুটির জন্য। তিনি সম্প্রতি রাজধানী ভিয়েনায় সন্ত্রাসী হামলার সতর্কতার কথা উল্লেখ করে বলেন, এটি অস্ট্রিয়ার সশস্ত্র বাহিনীর “অপারেশনের জন্য নিরাপত্তা-সম্পর্কিত সিস্টেমগুলির কোনও ব্যর্থতা ছিল না।”
সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার বিকাল প্রায় চারটার দিকে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে (ÖBB) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে,”আমাদের আই টি বিশেষজ্ঞরা প্রযুক্তিগত সমস্যার অনেকাংশ ঠিক করতে পেরেছে। তবে আজ ট্রেন চলাচল আংশিক বাতিল ও বিলম্ব অব্যাহত থাকবে। আমরা আশা করছি আগামীকাল থেকে পুনরায় আমাদের স্বাভাবিক সময়ানুবর্তীতায় ফিরে আসতে পারবো। এই
অনিচ্ছাকৃত যান্ত্রিক ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী।”
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর