ভিয়েনায় জালালাবাদ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাফি ও সোহাগ জুটি

জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার ২০২৩ সালের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাফি

ইউরোপ ডেস্কঃ রবিবার (১২ মার্চ) ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের Maxx Sportcenter এ জালালাবাদ সমিতি অস্ট্রিয়া কর্তৃক আয়োজিত বার্ষিক ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

দুপুর ১৩:০০ ঘটিকায় মাক্স স্পোর্টস সেন্টারের ইনডোর হলে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কাউন্সিলর ও দূতালয় অফিস প্রধান তানবীর আহমেদ তরফদার ও জালালাবাদ সমিতি আস্ট্রিয়ার সভাপতি আবু সাইদ চৌধুরী লিটন।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির ২০টি দল বা জুটি এই দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। ২০ টি জুটিতে মোট খেলোয়াড়ের সংখ্যা ৪০ জন।
প্রথমে ২০টি জুটি এ,বি,সি ও ডি নামে চারটি গ্রুপে বিভক্ত হয়ে লীগ পদ্ধতিতে একে অপরের মোকাবিলা করেন। প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ পরবর্তী রাউন্ডে নক-আউট পদ্ধতিতে খেলেন।

অত্যন্ত আকর্ষণীয় ও জাঁকজমক এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাফি ও সোহাগ জুটি এবং রানর্স-আপ হওয়ার গৌরব অর্জন করে ইমন ও জায়েদ জুটি। টুর্নামেন্টের তৃতীয় স্থান অধিকার করে শামীম ও রুমন জুটি।

জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের সম্মানিত চার্জ দ্য এফেয়ার্স রাহাত বিন জামান। তাছাড়াও দূতাবাস থেকে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর তারাজুল ইসলাম ও অফিসার জুবায়দুল হক চৌধুরী।

টুর্নামেন্টের ফাইনাল খেলার পূর্বে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের চার্জ দ্য এফেয়ার্স রাহাত বিন জামানের নেতৃত্বে দূতাবাসের কূটনৈতিক নেতৃবৃন্দ জালালাবাদ সমিতি অস্ট্রিয়া সহ উপস্থিত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে Maxx Sportcenter এর কফি হাউজে এক অনির্ধারিত সৌজন্য সাক্ষাৎকার ও মতবিনিময় সভায় মিলিত হন।

এই সময় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির জালালাবাদ সমিতির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অন লাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের চীফ এডিটর ও বাংলাদেশ অস্ট্রিয়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, ইউরো বাংলা টাইমসের আন্তর্জাতিক বিষয়ক নির্বাহী সম্পাদক কবির আহমেদ ও বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের সহ সভাপতি সাইফুল ইসলাম জসিম এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার (BCCA) সভাপতি জাফর ইকবাল বাবলু প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার সভাপতি আবু সাইদ চৌধূরী লিটন ও পরিচালনা করেন জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার সাধারন সম্পাদক জাহেদ আহমেদ। পরে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে চার্জ দ্য এফেয়ার্স রাহাত বিন জামান বলেন, এই প্রবাসে এই রকম একটি জাঁকজমক ও আকর্ষণীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজনের মধ্য দিয়ে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটিতে পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধির জন্য ধন্যবাদ।

অস্ট্রিয়ায় বৃহত্তর সিলেটের একমাত্র সংগঠন জালালাবাদ সমিতি অস্ট্রিয়া টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করায় বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া (BCCA) এবং বিডি স্পোর্টস এন্ড ফান ক্লাবকে ট্রফি প্রদান করে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »